অত্যানন্দে ভেসে যাবো একদিন
ভাসিয়ে দেবো করুণার কোমল রঙে কলুষিত
চৌহদ্দি আমার
আগমনী বার্তা নিয়ে যে অখিলেরা এতোকাল ডেকে গেলো-
চলো যাই, এক সঙ্গে জেগে উঠি..
আঁধার পেরিয়ে স্বস্তির আলো ফেলি সবুজ শ্যামল।


বিবর্তনেও
যে চোখ অন্ধ যে লোক মুক ও বধির
তিক্ততার ঢেউ যার মনের ভেতরে গাঁথা, সংসার প্রগতির পাড়ভাঙ্গা স্রোতে কী করে ভাসবে সে অবললীলায় ?
কী করে জন্মাবধি বরিত দুঃখকে জানাবে বিদায় ?
পুরাতন অমায়িক পত্রের নির্দেশনা, সময় কী হয়নি একবার ভেবে দেখবার?


যাত্রাটা জরুরী খুব,
চলো যাই বিকোই নিজেকে, তুলে দেই যত্নের হাতে নিরাময় পৃথিবী আবার
সমৃদ্ধির উপাচারে গেঁথে দেই সুগভীর আগামী।