চলো না যাই চলে


নিমন্ত্রণ পাইনি বলেই যাবোনা?
যাবো, সময় করেই যাবো বকুলের তলে
বৈঁচি হারিয়েছে নেই আর ধুতুরার ফুল
বন সৌন্দর্য্যের চলমান সাজে
আসেনা ভ্রমরের ঝাঁক মধুময় মধুরটানে।


তা বলে কি যাবোনা?
যাবো, অবারিত ফসলের মাঠ শিমুলের ঘাট
অদূরের ওই হাওরের জল  হাঁসপাখি দলে
ওই দূর দ্বীপের মতো একটি বাড়ি
কতকগুলি গাছেদের ভীড়ে
দিগন্ত যেখানে ছোঁয় একান্ত আপনার করে।


ওই দেখ ঝলমলে হাসি  উড়ে চলে সাদা মেঘরাশি
স্বপ্নের ঠিকানা হাতে
দূরের শূন্যতা দেখি 'চোখের  জানলা খুলে
যাবে তুমি! মধুমতি পার হয়ে নীল সীমানাতে।


চলো না যাই চলে
স্মৃতির আয়না খুলে
বসন্ত দিনের গানে  প্রিয় সুখ প্রিয়জনে।


চলো না আরেকটু  দূরে নাম না জানা সুরে
ওপারের সম্বল গড়ি যত্নের ধ্যানে
নিয়তির সতত ডাক আসবার আগে।