চোখ ফেরালেই দেখতে পারো স্বচ্ছ তোয়া অনামিকায়
ঝুলছে তোমার অঙ্গুরিও
আজো থাকি অপেক্ষাতে, না হয় তোমার বাহুর ওমে
একটু এসে ঝড় থামিও।


মোহন মায়া পাহাড় তোমার কোথাও উচু কোথাও নীচু,
শিখর থেকে ঝরছে নীচে ঝরনাধারা
মনের ফাগুন আগুন খেলে চাঁদের হাসি মেঘ ঝেটিয়ে
আঁধার রাতের উদয়তারা।


হাত বাড়ালেই ধরতে পারো অমন ছোঁয়া আবির রঙে
রাঙিয়ে রাখা স্বপ্নগুলো
মন বাড়ালেই তোমার আকাশ, বরফ গলে শীতল সাগর
অমন শরীর নরম তুলো!


এসো না হয় আরেকটিবার ধরায় তোমার সোহাগ পরে
বিজন গানে কাঁপাই মাটি
এসো না হয় বৃক্ষলতায় অমর প্রেমের নাম লিখে যাই
বলুক লোকে বলুক খাঁটি।
★★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,