পৌষের কালোরাতে নদীর যেমন পাড় ভাঙ্গে,
ভাঙ্গে কমলাবতী গ্রাম, বুকের পাঁজর।
হংসমালী গা ঝাড়া দিতে গিয়েও না পাওয়ার বেদনা আর হতাশায় ভোগে।
মাঝবিলে ধানী জমিরও মন কেমন করে!
তার শরীর জুড়ে ওড়ে যে চড়ুই,
আজ তারও যেন সাড়া নাই, শব্দ নাই।
বাঁচানো যাবে তো কনক পাড়ার গৃহস্থ সকল ?


কনক পাড়ার ওই পারে যে ঘর,
আলো আর আঁধার
জোছনা ছোঁয় না,
মাঝ নদীর জীবন-
তবু আকাশ চিলে ছোঁ মারে।
ওরা ফুর্তি উড়ায় চিরকাল
আর তকমা জোটে অমুক বউটি চরিত্রহীনা।
_________________________
১৫-০২-২০২২