পাহাড়, কতোটা ধসেছো ভূমি ভূমির পতন
কতোটাইবা রেখেছো ধরে, ধরার স্বপন
তোমারও ওপরে রোজ ওই সূর্য ওঠে


নদী, কতোটা ভেঙ্গেছো মন মনের সাহস
কতোটাই বা বইয়েছো জল জলের কিনার
চোখের জলের কাছে তুমি নস্যি মোটে

মেঘ, কতোটা উড়াও কুয়াশা, কুয়াশার জল
কতোটাই বা ভেজাও মাটি মাটির শরীর
হৃদয় ভেজে কি আদৌ বৃষ্টির ফোঁটে ?


রোদ, কতোটা পোড়াও তুমি রোদের শরীর
কতোটাই বা তৃষ্ণার্ত করো তৃষ্ণার্ত মন
তৃষ্ণা থাকেনা যেন প্রিয়ার ঠৌঁটে  !
★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,