এই পৃথিবীর সব ভূমি দখলের পর
জেনে গেছি আকাশটাও দখল তোমার
আর কতকাল ধরে বলে যাবে তুমি  এ তোমার একচ্ছত্র অধিকার।
..
জানো কিনা,  
ছুটে গেছে একখণ্ড মনের বরফ, এতকাল যা পুষে রেখেছিলাম গ্রীনল্যাণ্ডের শীতল বাড়ি, যে বাড়িটি ছিল ভাগের
এখন আমি জীবনের আলিঙ্গনে উত্তপ্ত হবো বলে
ছেঁড়ে গেছি সেই ঠিকানা আগের
এসো রাতদিন তাপিত হই এসো খড়কুটো জড়ো করে লেলিহান স্বাদ নেই........
অপূর্ব রাগের।
...
পাথরের সাধ হয়েছিল সাজবার, সেজেছিল  সে কোন জনমের কালে
কী অপরূপ টিপ পরেছিল ভালে
আজো কী তার লাবণ্য ধরে আছে ?
চিরকাল একই রূপ থাকবে কি তার, না চটকালে ?
....
মাটিরে কর্ষণ করে কৃষক ফলায় ফসল বারোমাস
কর্ষণবিহীন মাটি ও জীবন করে চলে বেঁচে থাকবার
হা হুতাশ।
******************************
টুঙ্গিপাড়া,