বেগুন ভর্তা দিয়ে ফেনা ভাত খেয়ে এসেছি
চুলকালে চুলকাক, তাতে আপনার কি?
আপনার কোথাও চুলকায়?
আজকাল তো অযথাই কারো কারো চুলকায়
দেখুন ভাই, গায়ে পড়ে পায়ে পা দিয়ে আসবেন না
বাধাতে ফ্যাসাদ
আপনিই দেখেছেন স্বাধিকার আদায়ে ছাড়িনি চুলকানি, তারপর যত স্বৈরাচার
রুখে দিয়েছি মিছিল মিটিং স্লোগান হরতালে
আজ অন্তরে ভয় নাই, সেজন্যেই যেখানে সেখানে
চুলকাই।


তবু যদি হিসেব করি কী পেলাম আর কী পেলাম না
প্রেমের নদী বাইতে পারলাম কী পারলাম না
তাহলে বলতেই হয়
আকাশ যদি উদারও হয় হোক, খুলে যাক সকল দুয়ার
গরীব চিরকাল গরীবই থাকে, প্রেমিক চিরকাল প্রেমিক
বেগুনে যতটুকু চুলকায়, চুলকাতেই থাক-_________________________
লেখাটি অগ্রন্থিত ১৯৯৫ সালের