ছিল সেই একমাত্র সুখ  
রাত্রির ঘণ অন্ধকার আর নিঃশব্দের পৃথিবী আমার
তবু সেই নির্জনতা করে ভেদ মাঝে মাঝে রাতজাগা পাখি ডেকে ওঠে
বুকের ভেতরে জাগে রমণীয় ক্লেদ
দৃশ্যের কবন্ধ আড়ালে কার নাম লেখা সেবা কে?
নির্বান্ধব আমিও দেখে যাবো ঘন বৃক্ষের প্রেম
আমিও ছায়ায় হেঁটে মেখে নেবো দুর্ভিক্ষের ঘ্রাণ।


তবু ছিল বুক ভরা সফল নিঃশ্বাস বায়ু
শ্রম শেষে ফসলের অবারিত ডাক যদি আসে
রাত শেষে আঁধার কাটানো আলোর রাঙানো পায়ে
দেখি সরু আগামীর রেখা চিত্তের ভেতরে দেয় দোলা
নিঃশব্দকে করে খান খান উল্লাসে তবে গাবো জয়গান।
★★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,