বেদনার ডালি সাজালাম সারাটি জীবন ভর,
বাকী রয়ে গেলো সবচেয়ে দরকারি
পরজনমের কাজ
আমার জন্যে আর কী কী আছে
জানতে আরজ আজ
কখনো ভেজেনি চোখ, আসেনি কণ্ঠ হতে
একবারও করুণ কান্নার আওয়াজ
ভেতরে গুমরে গুমরে কাঁদি,
নেই দরদী মানুষ সকল
তবু একমনে নিবিষ্টে পড়ে যাই
পুণ্যময় শবেবরাতের নামাজ।


যদি আসে মনে প্রশান্তির একটুকু প্রলেপন
মা, বাবা, যারা গেছে আত্নীয় পরিজন
সুখে থাক তারা
জানি আমিও তোমাদের মতো হবো
একদিন সর্বস্বহারা।
জীবনেরে ধরে ধরে গুনবার দেখবার
আর কি বা আছে বাকী
কর্মহীন সংসারে যা হবার তাই হবে
তা যেন আর কখনো না ভেবে থাকি।