নদী হয়ে ভিজিয়ে তোমার গাঁ বালুকায় লুকালাম সেই
গজালো গতরে গায়ে কত বৃক্ষ তৃণলতা সবুজ বিছান
পাখিদের কলরবে ফুলে ফলে সাজানো বাগান
কত মন উচাটন বিলাসী বাহার
কতজনে যায় আসে আমারই মতন
ছলাৎ ছলাৎ তার চলন বলন
আঁকা বাঁকা মোটা সরু কাজল কালো
দুঃখের দহন তার হৃদয়ে জ্বলে।


আহা! যদি হই নীল নীলিমার আকাশ মেঘের সাদা-কালোয় উড়ে যাই পাখিদের সীমানা শেষে
ওই দূর পাহাড়ের সুখময় দেশে
কিংবা তারও দূরে যেখানে পৌঁছে যায় জয়িতার ঘুড়ি
আমি যেন বারবার পৃথিবীতে আসি আর পাখিদের সীমানায় উড়ি।
★★★★★★★★★★★★★★★★★★★★★