আষাঢ়ের তুমুল বর্ষণে তুমি কি ভিজেছো ?
কেননা সারা বর্ষায় গা মাখামাখি হলেও আমাদের  ভিজতে নেই
চাষীদের তাবৎ কাজ শেষে জেলেদের মাছ ধরা শেষে ছাউনির নীচে এলেও ওদের ভিজতে নেই।
আমরা অহরহ শ্রমজীবী শ্রমশেষে ঘরে ফিরে, দুমুঠো মুখে গুজলেই আমরা ভিজে জবজবে হয়ে যাই।
আমাদের পেছনের কষ্ট ভুলে কোন এক জীবনের সুখ নিয়ে নাড়াচাড়া করি
রাত শেষে ভোরের আলোয় খুঁজি সম্ভ্রান্ত আগামী....


এই ভরা বর্ষা ভেজাতে পারেনা মন
ভেজাতে পারেনা স্বপ্ন, বেঁচে থাকবার উদ্দীপনা
কেবল ভিজে যায় চোখ, বৃদ্ধ  মা, অসুস্থ বাবার পথ্য পারিনা দিতে
তবু কখনো পাতি না হাত, যদি ভিজতে হয় ভিজে যাবো, যদি কাদামাটি মাখতে হয় হবো মাখামাখি
স্বপ্ন মানুষকে ভিজতে দেবো না কিছুতেই
দেখে নিও, সে তুমি দেখেই নিও।
★★★★★★★★★★★★★★★★★★★★★
মঠবাড়িয়া, পিরোজপুর
রচনাকাল ৩০-০৬-১৯৯৮ইং