যদি দেখা হয়ে যেতো কখনো কোথাও
জিজ্ঞেস করে নিতাম একবার, ফিরে পাবো কিনা আর   স্বপ্নের মত ডুবে থাকা আমেজী কিশোর
চেনাজানা শৈশবের ঘুমন্ত অধিকার।


পাতা ঝরবার মত জীবনের সন্ত্রাসী মেঘে
উড়ালো রৌদ্র তপ্ত আকাশ
নিকস কালো আঁধারের মত অনির্দিষ্ট  সীমানা......


যদি দেখা হয়ে যেতো কখনো কোথাও
তুমি কেন সুনীলের মতো হতে পারো না নারী
গুনের কবিতার মৃত্তিকা খাঁটি
কেন আছো এতোটাকাল ধরে আমার কবিতায় প্রতিভায়
ছুঁয়ে গেলে বার বার সে কোন জনমের অধিকার !


নদী ভাঙ্গনের মতো
হঠাৎ বজ্রপাতে চেনা জানা পায়ে হাঁটা পথে
বেহারার দল, গান গেয়ে পার হয়ে গেলো চোখের শ্রাবণ
আজো ভেসে যাই, ভেসে যাই বিস্তীর্ণ  প্রান্তর।


এতোটা চোখের শ্রাবণ জল পার হয়ে হয়ে কী করে পারলে কাটাতে জীবন? পদতলে দ্যাখোনি কখনো রক্তের ছোপ ? সাঁজ ঘরে নিভু নিভু প্রদীপের শিখা?


তবু  যদি দেখা হয়ে যেতো কখনো কোথাও
জিজ্ঞেস করে নিতাম একবার।
******************************
টুঙ্গিপাড়া,