দিতে পারো
=======
জয়িতা তোমার আঁচলের বাঁকে বাঁকে সুখ
ডোবালে ডোবাতে পারো
ফুল তুলে দিতে পারো,দিতে পারো নিটোল সবুজের বুক।


দিতে পারো নদীজল অবোধের কস্তূরী ঘ্রাণ
এলোকেশে বৈশাখী ঝড়
ঠোঁটে ছুঁয়ে দিতে পারো বাঁচবার তুমুল অঘ্রাণ


দিতে পারো স্মৃতিটুকু পাড়াময় কিশোরীর প্রেম
লাজ ভয়ে ফিরে চাওয়া
অস্ফুট সেই কথা এতোদিন তোমারই ছিলেম।


ঘোচাতে পারো অশ্রুজল ঝরিয়েছি অবিরল
তবু ফল হোক যে সফল
তোমার আমার সেই চির চাওয়া বাসনা প্রবল।


বলোনা জয়িতা তুমি নেবে দেবে প্রেমের সোহাগ!
হৃদয় পাতিয়া রাখি, এসো আজ
এসো এসো একাসাথে বাজিয়ে যাই সুরের বেহাগ।
★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,