দোহাই তোমার, আমাকে ভাঙতে এসো না
ভাঙতে ভাঙতে আর পারছি না লাগাতে জোড়া
এখন আর চাই না
আমার ভেতরে বাস করুক অন্য মানুষ
অন্য ছোঁয়া
মনের ভেতরে তৈরী নদী
চাই না শুকিয়ে যাক
চাই না গোলাপ বাগান অবহেলা পাক
*
দোহাই তোমার, আমাকে রাঙাতে এসো না
দু'চোখ অন্ধকার ; রাতের মত নিঃসঙ্গ আমি
এখন আর চাই না বলুক কেউ
আমিও রঙ্গিন হই
আমিও জ্বলি ধিকিধিকি
চাই না জ্বলুক কেউ
অথবা বলুক এসে
আমার মন এক পাগলা দিয়াশলাই
*
দোহাই তোমার, আমাকে কাঁদাতে এসো না
অভাব অভাব বলে নিজেও কেঁদো না
অভাবকে রেখে এসো অভাবের ঘর
যদি বা নাই যায়
রেখে এসো হৃদয় তোমার
পৃথিবীতে অভাবের ঠিকানাটা থাকবে না আর।