চারুচোখে এ কি কথা  ?  দহন ছড়িয়ে আছে
না পাওয়ার শোকে ।
আমাদের উঠোনে উঠোনে কালো মেঘ সারিবাঁধে
নারকেল গাছের ফাঁকে একফালি চাঁদ
আসতেই পারেনা বুকের জমিনে ক্ষীণস্বাদ
কাহার কি যায় আসে তাতে  !?


ওগো মেঘ, উড়ে উড়ে মেঘদূত  হবে বলে
আমার গহীনে এতো জ্বালো কেন তৃষার আগুন!
আমার কাননে কেন এতো ফুল অকারণে ঝরে!


ওগো চাঁদ, কষ্টের তাপে পুড়ে কাহারে বিলাও সুখ
একা একা জনম জনম ধরে!
নিজের যন্ত্রনা ঢাকো হয়ে উন্মুখ !  আমার দহনের ভাগ
সবটুকু নেবে ?


আকাশ তো চেয়ে থাকে পৃথিবীর পর
তোমাদের  গাছে গাছে পাখিদের নিত্য বোঝাপড়া


হে আকাশ! বুকে এত ধরে আছো!  কি সুখ তোমার!
কাঁদো কেন প্রতিক্ষণ অসুখের মতো !
কেন এত প্রয়োজন তোমার কান্নার?
আমারে কাঁদায়ে তোমার সুখ ?
নাকি ভালোবাসো ?  আলো দাও, দিয়ে যাও দহন তোমার--


ও' বায়ু তোমার সীমানা নাই ? বয়ে চলো  ঈশান- নৈরুৎ
আমাদের নাকের দরজায় এসে আঘাত করে
কি সুখ দেখতে চাও!
কি তোমার দুঃখশোক! কেমন দহন তোমার!
মুহূর্তে স্তব্ধ হলে পৃথিবীর পর, জীবন ছারখার!
কি ব্যথায় জ্বালাও আগুন ? আমারেও পোড়াবে নাকি
তোমাদের ফিকে ভালোবাসায়?


আমি তাই হেঁটে হেঁটে সূর্য হতে অগ্রীম ধারে প্রস্ফুটিত দহন দেখি।
******************************