কোন একদিন বিকেলের ঝিমানো রোদে
গা পুড়ে যাওয়া জ্বরের ঘোরে
দাঁড়িয়ে ছিল রমনায়
টকটকে লাল পলাশের গাছ
তাকে আবার বাস্তবে দেখি শতবার।


সতত উৎসারিত মুখে কোন এক দুঃখমাখা
মায়ের অদৃশ্য খোয়াব
সতত উৎসারিত অপার্থিব চাঁদের জ্যোৎস্নায়
উর্ধগামী কুচকুচে কালো স্মৃতির মিনার।


তাকে লিখিঃ
তার কথা লিখি আজ
কেননা মন ভালোবেসেছে ফাগুন মাস
কেননা মন ভালোবেসেছে কোকিলের গান
কৃষ্ণচূড়ার চিরচিরে পাতা
রাঙা ফুলের ডিবডিবে যৌবন
মন ভালোবেসেছে ভাংগনপাড়ের বেইলীব্রীজের আকাশ
তেকাটিয়ায় প্রতিভার ঘর।


তারপরেই প্রশ্ন ওঠে, যে বটতলায় লাল সিগন্যাল ছিল
ওখানটায় অদূরে ওই দিকে অতোলাল
কী ফুল ফুটে ঘিরে আছে
ফেরদৌসের কবর, রক্ত পলাশ!!??
****************************