মানচিত্র মেপে দেখি অদৃশ্য আগামী
তবুও সবুজ আশারা বাঁচে
মেঘের পাহাড় কেটে নামে বৃষ্টির সকাল।


সোনালুর বনে আগুন আঁচে ফুরায় ফাগুন
শোক উড়ে উড়ে বিলায় ছায়া
সে ছায়ায় জলরঙে স্বপ্ন এঁকে স্মৃতি ফেরি হয় রোজ
রুদ্র আকাশ নাচে অরুণ আলোয়
তবুও কি থেমে থাকা ?


হা ফেরারি সত্য তুমি জানো কি?
সাহস আর অনাবিল সুন্দর মিলেমিশে আজকাল
মুখ লুকিয়েছে অজানার হাটে
তবু অসীম সাহসে পাড়ি দেই  দুর্বিনীত দুর্যোগ।
★★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,