আহ্!এমনই একটি রাতে তোমাকে ছেড়ে এসেছিলাম
স্বেচ্ছায় নয়,অনেকটা টক ঝাল তেতো হয়ে
সেই হতে পূবের জানলা খুলে বসে থাকি
রাতের পর রাত দিনের পর দিন.....


ভেবেছিলাম দুর্যোগের রাত্রি পেরিয়ে
আবার নতুন করে শিখে নেবো নিখিলের প্রেম
নতুন করে ভেবে নেবো মৃত্যুর আত্মীয়তা ভুলে
জুড়ে নেবো চৌচির সময়কে জীবনের সাথে
সদ্য ফোটা যুবকের মতো হেঁটে যাবো স্বপ্নকে বুকে নিয়ে


ভেবেছিলাম জমবে না ঈশানের কোণে আর ঘনকালো মেঘ, পাতালের হোমশিখা পোড়াবে না ছায়ার অতল পুড়ে যাই.. পুড়ে যাই তবু সীমাহীন।


ভেবেছিলাম ওরা খুব সুখী হবে..যারা এলো
ওরাইতো রাত শেষে হাসিমুখে ফুটাবে সকাল
ওরাই জাগাবে আবার....
ওরাই তো জল দেবে অথৈই তৃষ্ণার


সেই রাতে আজ আবার নতশিরে মিনতি বারবার।
★★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,