ঘুমহীন আছি শতবছরের আয়ু, যাক না নিপাত
যতই কষ্ট বাড়ুক, নতুন বিধান রচনায় হাত দেবো।


হাজার বছরের বন্ধ্যা রজনী শেষে
দাঁড়ায়ে দু'পায় মেঘ পার হবো বলে
বৃষ্টি  না হোক জলসা সন্ধ্যাকালে, ঘাট পার হবো আটচালা নৌকায়
ঘুমহীন এই পৃথিবীর পরিবেশ, বধ হয়েছিল কোনকালে শুনি নাই
আজ বোধ হয় জন্মালো কালো শাপ, তাই পৃথিবীর  বীভৎস প্রতিরূপ, সমূলে তুলে উপড়াবো জঞ্জাল
আবার আনবো দিকে দিকে জয়গান
মানুষের প্রেম ভালোবাসা আর রজনীগন্ধা ঘ্রাণ
নিশ্চিত এক সুখ শান্তির কবিতার পরিবেশ।


আবার ফেরাবো উত্তাল পল্টন, ফেরাবো অথৈ
মোষ কালো মেঘে দক্ষিণে বর্ষা, রাজনীতি মাঠ তর্কযুদ্ধ ক্রমাগত হুঙ্কার, আবার ফেরাবো সংসদে বসে কবিতায় কথা বলা, কবিতা রাজ্যে স্লোগানের গানে নতুন স্বপ্ন বোনা।


ফেরাবোই ফেরাবো।
বদখেয়ালের মজলিসে বসে রুটি রুজি গেলো যাদের
শূন্য হাতে কেঁদে গেলো যারা সর্বহারার দল
হঠাৎ হল লণ্ডভন্ড জীবনটা ছারখার
ফুটাতেই হবে প্রকৃতির হাসি অন্তত তাহাদের


ঘুমহীন আছি শতবছরের আয়ু, যাক না নিপাত
যতই কষ্ট বাড়ুক, নতুন বিধান রচনায় হাত দেবো
দু'পায়ে মাড়ায়ে আলপথ ছেঁড়ে দূরে
হেঁটে গেলো যারা ভরা ফসলের মাঠ
তাদেরও জন্য অপেক্ষারত আছে,
কঠিন একটি দীর্ঘ রজনী পার
এমন বিধান রচনায় হাত দেবো, হাসবে পৃথিবী তুমুল শস্যভারে, উড়াবে ঝাণ্ডা সত্যের নিশানায়, নিষ্ঠায় তুলে ভালোবাসার আলপনা।


আবার ফুটবে রোশনাই ভরা আলো
দিগন্ত থেকে দিগন্ত যার ছোটা
বরাভয় আর দুরন্ত কালোহাত, মিসমার  হবে নিশ্চিত জেনে রাখো।


জেনে রাখো খুব করেঃ
আজো বেঁচে আছে সেই সব বীর অকুতভয়  স্বাধীনতার
হাজারো দিনের বন্ধ্যা রজনী শেষে
আবার ফোটাবো সোনালী আলোর ভোর।
************************
রচনাকাল ২৬-০৯-২০০৮
সোনাডাংগা, খুলনা।