১)
একটা বিকেল তাহার সঙ্গে হোক
ভালো যাকে বেসেছিলাম
তাহার সাথে হয়নি দেখা বলে-
অন্তরে আজ বিঁধে আছে শোক
একটা বিকেল তাহার সঙ্গে হোক।


২)
আমি তো ভাই মাটির মানুষ
এই আছি এই নাই
তাই প্রেমের বেলায় শুকনো আঁটি
খাবার বেলা ছাই
কেবল পদ্যলিখি গদ্যাকারে 
পাঠক কোথাও নাই
নিজের লেখা নিজেই পড়ি
নিজেরই গান গাই।