বেঁচে নেই আর ভালোবাসা প্রিয়তমা
মৃত্যু হয়েছে তার অসুখের হাটে
বহুদিন লালন করে রেখেছিলাম তাকে গহীনে বুকের
বহুদিন করেছি গোপন
পায়চারী করেছি এতদিন এলোমেলো
মিলাতে পারিনি সে ভালোবাসা আজন্মের
এই বৈশাখে দিলাম ছেঁড়ে
থাকলো না আর সামান্যটুকু জমা।


এই বৈশাখে দিলাম ছেঁড়ে
পরানের মধ্যে লুকানো কবিতা সব
ভালোবাসা আর রৌদ্রের উৎসব।


রাখি নাই বাকী এতটুক
কখনো কোন নীরব উৎসুক
চাইবনা আর নদীর মতন জাগিয়া উঠুক।


তবে এই বৈশাখে আগুন ফুলকি ফাঁকে
আবার যদি কোনদিন ফিরে আসি
আবার যদি প্রাণভরে হেসে, বলে ভালোবাসি
কি করে ফেরাই বলো তাকে
সাজাবো নতুন করে হারানো ভালোবাসাটাকে।
****************************
বৈকালী, খুলনা।  কাব্যগ্রন্থ "জন্মান্তর কবিতাগুচ্ছ"
রচনাকাল ১০/০৫/১৯৯৩ইং
♦এই আসরে আমার পাঠক কবি বন্ধুদের করকমলে আমার এ পুরাতন লেখাটি♦