সীমান্তের ওইপারের মেয়ে তুমি শোনো
ছিলাম একই সাথে একই গাঁয়ের ভাইবোন
সূর্যোদয়ের সাথী
বড্ড বেশী মাখামাখি একডালে চিরচেনা দুই পাখি
কেন যে রাত জেগে প্রহরায় থাকিনি বসে
আকাশের তারার মতো মতভেদে গেলে তুমি খসে
স্মৃতির রুগ্ন ঠোঁটে এখনো আঁকি
এখনো আকাঙ্খার পথ চেয়ে থাকি
হয়তো থাকবে না কাঁটাতার কড়াকড়ি সীমানার
তুমি আর আমি, এক আকাশের পাখি।


আমার ঈদের দিন তোমারও ছিল
বাজালে কাশর আমিও যেতাম চলে দুঃখে আর সুখে
সীমান্তের ওইপারের মেয়ে, তুমি এখনো আছো
ভালোবাসাময় স্মৃতির বুকে।