বহুজন্মের অপেক্ষা........
তবু শুকনো খটখটে নদী, বালুময়
তোমার দেহে জলের বদলে কালসে রক্ত, মেদ, হিংসা
কী সহজে তুমি প্রতিশ্রুতি ভুলে যাও
লিখে রাখা স্বরলিপি ছাড়া সুর সাধো অবেলার
রোজ হাজিরা দাও লোক দেখানো  মসজিদ, মন্দিরে!
অথচ সকল মানুষ তোমাকে চেনে কেবল ঈশ্বর চেনে না
কী ভুলই না করলো মর্ত্যে পাঠিয়ে !
*
পা মাড়িয়ে লাশের স্তুপে সত্যকে মিথ্যে করে তুমি পাদপ্রদীপেরর আলোয় স্নান কর রোজ
মৌসুমে সাজো ভবিতব্যের সাজ
মানবতার কী পোষাক চড়ালে অমন রক্তরাঙা গায়!
*
ছিল রত্নাকর বাল্মীকিও ভয়ানক ব্যাধ
সময়ের দারুণ যন্ত্রণায় ডুবে আজো পূজোর ইতিহাস ;  
অথচ তোমার ধর্মান্ধ ঘৃণাকর রক্তাক্ত হাত পুড়ে
নৈবেদ্য পৌঁছে না ঈশ্বরের পদতলে
তবু মানুষ তোমাকে চেনে, ভালোবেসে নয়
*
আমার বালুময় নদী ভরুক জলে, ফলুক মনের ভেতর প্রেমের ফসল, আমি আর আমরাও চাই
তুমি কেবল সম্পর্ক পুড়িয়ে বানাতে চাও এক রত্তি ছাই।
★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া, ২৭/০৩/২০২১