জলাবদ্ধতায় যেমন করে আটকে থাকে কচিকাঁচা  মাছের বাথান, জলের ফড়িং
রোদ্দুরের প্রচণ্ডতায় সে জল শুকালে যেমন
আজকাল আমারও তেমন! নিঃশ্বাসে বায়ুর দুর্ভিক্ষ।


দুর্বিসহ অসুখে ওষুধ যেমন শরীরে প্রভাব ফেলে না উন্নতির , ভেঙ্গে পড়ে মন
জীবন মৃত্যুর টানে ধীরে ধীরে গহীন অন্ধকারে নিমজ্জমান যেমন, আজকাল আমারও তেমন!
বিশ্বাসে আমূল বিবর্তন।


তবুও স্বপ্নে থাকি, রাশি রাশি ফুল নয়,
কল্পনার আঘাতে বিমর্ষতা পাড়ি দেবো ফের।
কেউ কারো পর নয়, নয় কোন অনাত্মীয়  
ভেঙ্গে দেবো সকল দুঃসম্পর্কের জের।


যেমন করে ভেঙ্গে গেলো প্রেম, দেহের বিলাশ,
ঝলমলে চাঁদ, বিশ্বাসের তুমুল ঘড়ি,
তেমন করে দেখতে চাই না আর
চাই যেমন ছিল সোনালি অতীত, সুখ আর দুঃখের জড়াজড়ি
তেমন হোক বাঁচবার একচেটিয়া অধিকার।