ঝরা বেলা
========


জীবন যার, গন্তব্য নিশ্চিত তার
কেউ আগে কেউ পরে
তবুও কান্নায় শোক ঝরে।
*
আমিও প্রস্তাবিত রাস্তায় রাখি চোখ
একদল মানুষ যাবে দেহ নিয়ে
কেউ পড়বে দোয়া,কেউ ভালো বা মন্দ কথন
কারো বুকে বাজবে তখন, চূড়ান্ত শোক।
*
ছায়ার মতো মিলিয়ে যাবো একদিন
স্মৃতি হয়ে থাকবো জানি
দিনে দিনে স্মৃতিরও আড়াল হবো
কবিতা কি থাকবে অমলিন ?
*
কত রাতদিন কবিতার অক্ষরে
কাটালাম এই ভেবে
জীবনদায়ী দুঃখ দিনেও
সব যন্ত্রণা মুছে যাক ধীরে ধীরে।
______________________


পথে পথে
===============
শরীফ এমদাদ হোসেন


মন এক সাত সকাল
আঁকি হার্ডিঞ্জ উনিশশো বারো
বহু আঁকিবুঁকি, টাঙালাম যমুনা।
দীর্ঘ রজনী পার।


বুকের মধ্যে বিঁধছে
বিঁধতে বিঁধতে সতেরোয় গিয়ে বেঁধে
আজ পড়াপড়ি,কালই মুখস্থ বুলি
মনটারে পেঁচিয়ে চলি।


উঁচু ডালে কাক আর কোকিল
কেবল মৌসুমে আসা যাওয়া
_____________________


ভাবনায় ডুবে যাই
============
লিখেছি অনেক
লিখি নাই এখনো প্রিয়কথা
ডাকি তারে কেবল সর্বনামে
ঢু মেরে দেখি বিশেষণ
দেখি তার কার্যকলাপ
পাবো কিনা কূলকিনারা তাহার।


থাকিনি চিন্তাহীন
পারিনি কখনো চুপ, চলছে---
পাখির পায়ের মতো
গ্রহ নক্ষত্রের মতো, বাধাহীন


তবু আজো লিখিনাই সেই সব
পারিনি এখনো
মরণের পরে কেউ
লিখবে কিনা স্মরণীয় নাম!
______________________


সময়োচিত
=========
জলকাদায় হাটুগেড়ে বসে আছে নদী
মেঘ হেঁটে যায় নক্ষত্রের আলোয়
বাতাসে ফাগুন ফুর্তি, সিঁড়ি পথে তুমুল আর্তনাদ
একটি পৃথিবী কালও ঝুলেছিল ছাতার ভেতর
খাঁজহীন বুকের পাহাড়
দুঃখ নেমে গেছে কারুকলা মাঠে।


আমাদের সিথানে কালের কুসুম।
_____________________