প্রতিদিন তাড়াই একটি শালিক একটি দোয়েল
ঘরের দাওয়ায় এসে করে ডাকাডাকি
খুঁজে দেখি ওর ঘর, ওর ঠিকানা
বুকে লেখা দেখি প্রিয় নাম - বাংলাদেশ।


রোদ্দুরে যাই মাটির গন্ধে ভরে বুক
আহা! বারোমাসি  কৃষকের চাষ !
দেখি তার বসবাস, মায়াময় ঘরদোর
বাড়ির উঠোন, পুকুরের ধার, শাকপাতা, বাঁশঝাড়, সজনের ডাল
নুয়ে পড়া ফসলের ক্ষেত প্রিয় নাম বাংলাদেশ।


ওই তো নদী! বয়ে চলে ছলাৎ ছলাৎ
বুক তার ভরে আছে একটি নাম বাংলাদেশ
ওই তো দূরের গাঁ
আজো আসে আযানের ধ্বনি, আজো শুনি
ঢোলের আওয়াজ।


এখনো বসে আছে ভেজা চোখে অপেক্ষায় মা
এলো বাংলাদেশ, খোকা! তুই এলি না!!
==========================
টুঙ্গপাড়া,