পথিক আমি, হেসে হেসে হাঁটছি ক্রমাগত
আমার মতো একদিন এ গাঁয়ে হেঁটেছিল অন্য কেউ
কোনো কোনো নগরে বন্দরে।
ভবিষ্যতেও হাঁটবে অনগতরা
জীবনানন্দ হাঁস হয়ে দোয়েল হয়ে আসতে চেয়েও
এলো কিনা জানতে পারিনি
আমাদের সাধ হলেও আসতে পারবো এরকম কোথাও কোন চিহ্ন আজও রাখতে পারিনি
কেবল পড়ার টেবিলে ওঠে রবীন্দ্রনাথ, বড়ু চণ্ডীদাস লুইপা কাহ্নুপা....


বর্তমান পড়ি, রোপিত ভবিষ্যতে তাকাই....
ফেসবুকে, অধুনার ওয়েব পত্রিকায়
দেখি সাইফুল্লাহ মাহামুদ দুলাল, সালেহা খানম, গোলাম কিবরিয়া পিনু, গোলাম রসুল, অমিতাভ মিত্র
আরো আরো কত নাম, কতশত কবিতা--


আমি আমাকে পড়ি আমার দিকেও হাঁটি চোখ খুলে
এই চোখ, এই পাঠ, এই হাঁটা চলুক না কিছুটা সময় অশান্ত পৃথিবীর পর
তারপর কেউ আর পড়ুক  না পড়ুক হাঁটা  চলতেই থাকবে জানি
আহা! হাঁটবার পা দু' খানি আমার
কখন যে প্রয়োজন হয়ে পড়বে থামার!
************************************************
টুঙ্গিপাড়া,