কে কার পাশে বসে আছে অথবা থাকে
জলে না স্থলে জীবনে না মরণে
কে কার খবর রাখে
আমি জন্ম হতে প্রেমের পাশে বসে আছি
দুঃখের পাশে বসে আছি
নিদ্রার কাছে বসে আছি
মায়াবী চোখের কাছে স্বপ্ন গুনে বসে আছি
কোথাও কোন দৃশ্য নেই
কোথাও কোন গান নেই
কোথাও কোন প্রেম নেই
ভোর না হতেই রোদের ভিক্ষা চেয়ে বসে আছি
আহা! রোদের কী আভা
তবু আঁধার তাড়ানো যায়নি
ভালোবাসার সূতোয় গাঁথা যায়নি
রোদ বৃষ্টি আলো আঁধার একসাথে, একহাটে।