একটি কালজয়ী কবিতার ইতিহাস
-- শরীফ এমদাদ হোসেন


একটি কবিতা বলা হয়েছিল সেই দিন
আকাশে ধ্বনিত হয়েছিল স্লোগান
জয় বাংলা, বাংলার স্বাধীনতা
আর মানবোনা, মানবোনা অধীনতা
একটি কবিতা রচনার হাত যাঁর, গিয়েছে চলে কোন সে সুদূর!
জয় বাংলার প্রবক্তা তিনি আমাদের মুজিবুর।
সবুজের ক্ষেতে সুর্যের চাষ যাঁর
তিনি বাংলায় দেখালেন অধিকার
তিনি দেখালেন প্রান্তরে চাষবাস
মিছিলের পর মিছিলে এসেছে কোলাহল চারপাশ।


কবি শোনালেন বজ্রকন্ঠে লক্ষ লক্ষ জনতায়
করনীয় আর স্মরণীয় কবিতায়,
এবারের সংগ্রাম-----স্বাধীনতার সংগ্রাম
মহাকাল ধরে কবির কবিতা প্রেরণা যোদ্ধার
গিয়েছে চলে কোন সে সুদূর!
স্বাধীন বাংলার প্রবক্তা তিনি আমাদের মুজিবুর।


পরাধীনতার শৃঙ্খল হতে মুক্তির হাতিয়ার
সাতই মার্চের উদ্ধত ভাষন কালজয়ী কবিতার।


এই কবিতাটি বার বার শুনি বার বার পাই আশা
এই কবিতাটি বাংলায় বলা বাংলা আমার ভাষা।
এই কবিতাটি শক্তি যোগায় সাহস যোগায় অতি
এই কবিতার জনকটিরে ফিরে পাইতাম যদি
আমার দেশের মজুর কিষাণ লাখো জনতার ঢল
উদ্ধত হতো উন্নত হত বিশ্ব মানচিত্রে অবিচল
এই কবিতাটি এখনো আকাশে বজ্র বারতা আনে
এই কবিতাটি বলা হয়েছিল রেসকোর্স  ময়দানে
এই কবিতাটি সারা বাংলার বাঙালীর সফলতা
এই কবিতায় রোপিত আমাদের  কাঙ্খিত স্বাধীনতা।


হায়! কবি এই কবিতার, গিয়েছো চলে কোন সে সুদূর!
প্রাতঃস্মরনীয়। চিরকাল হৃদে তুমি আমাদের মুজিবুর।
***************************
টুঙ্গিপাড়া,
রচনা ৬-৭/০৩/২০২০