প্রতিভা, আজ আবার জল ছল ছল চোখে অমন করে আকাশ কেন দেখো?
অমন করে চাতকের মতো তৃষ্ণার্ত কেন হও?
আকাশের অলীক নীলিমা ছুঁয়ে বেদনারা আজ বড্ড কড়া নেড়ে গেলো হৃদয়ের ঘরে, আর তাতেই তুমি লজ্জাবতী লতার মতো মিইয়ে পড়েছো ?


তুমি আরেকবার উঠে দাঁড়াও, আরেকবার ফুলের কাছে ভ্রমরের কাছে যাও, আরেকবার জমিনকে বলো, "যতো ফুল-ফল যতো ফসল বৃক্ষরাজি তোমার বুকে জন্মালো তার সবই কি তোমার?
কোনটাই কি তুমি তোমার ভাগে রাখো? নাকি
ভালোবেসে বাঁচাও অন্য জীবন?" এই তো জানি,  জীবন তো টানে জীবনের দিক।


প্রতিভা, দুঃখকে ভালোবেসে একদিন শুকনো খটখটে নদীতেও এনেছিলে জল, বাঁধ ভাঙা স্রোত
জীবনের পাতায় রোপন করেছিলে স্বপ্নের চারা-
আজ কেন মলিন বাতাসেও পারছো না উঠে দাঁড়াতে আবার?
তুমিই তো বলেছিলে, জ্যোৎস্নায় ভেসে ভেসে ওই আকাশ হতে তুলে দেবো অহমিকা সব
চাঁদ হতে কলঙ্কের দাগ, মুছে দেবো পৃথিবীর সবটুকু স্মৃতি অসুখের, হৃদয়ের সবটুকু পোড়া ক্ষত--


চেয়ে দেখো, বিকেলের প্রান্তিক আলোর দ্যুতি ক্রমহ্রাসমান। নিশ্চয়ই রাত্রির আঁধার শেষে উঁকি দেবে আগামীর হাতছানি


ভাসিয়ে দাও অবেলার ভেলা, তৃষ্ণা পুড়িয়ে আনো
জলচৌকি জীবনের
এসো হাত ধরি, পার হই কষ্টের সিঁড়ি।
__________________________
টুঙ্গিপাড়া,০৩/০৫/২০২২