চলে যায় মাঘ
আসবে ফাগুন বেলা খুব কাছে এসোনা
কিছুটা দূরত্বে থেকো
কিছুটা নিশ্বাসে কিছুটা বিশ্বাসে ভালোবেসো।


শর্ষের ফুলে উড়ে উড়ে প্রজাপতি  
ছু্ঁয়ে গেল প্রেম
গাছেদের শোকবেলা কুড়ালো পরম সুখ
হিমেল হাওয়া
নিশ্চয়ই  দু 'বাহু বাড়ায়ে আছো।


খুব কাছে এসোনা কিছুটা দূরত্বে থেকো
নিকট মধুমতি ওপারে বসতি
একফালী চাঁদ চৈতালী রাত এটুকু সময় অন্তত রেখো।


বৈশাখী ঝড়ে উড়াও না  মন জ্যৈষ্ঠের ভরা দুপুর
আষাঢ় সন্ধ্যায় শ্রাবনের ঝরা শরতের কাশবন
হৈমন্তি সুরে পুলক নন্দনে হিয়া ভরপুর
এমনটা কি চাওয়া পাওয়া  ?


তাহলেই এসো, বার বার এসো
এসো হোক
এসো হোক একসাথে হেঁটে যাওয়া।
★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,