কমরেড,
বেদনাহত হলে কার কাছে যাবো
কোথায় শুকাবো অন্তর জ্বালা!
চলো রাত্রি নামবার আগে প্রান্তরে বুনি
ভালোবাসবার বীজ
চলো ছন্নছাড়া আবেগ রেখে আসি কুয়াশায়
আকাশের বিশালতা নিশ্চয়ই ঢেকে দেবে যাবতীয়
কান্না আমাদের।
কমরেড, এজন্যই কান্না সাজে না কখনো কখনো-


দুঃখী বিলে ধানচারা সারহীন বাড়ে না যেমন
বিপ্লবহীন অন্ধকার যুবক তেমন
তার কোন বৃদ্ধি নেই, বাতি নেই পরাণের ভেতর।
চলো ডাক দেই চেতনার, আলো জ্বালি। ঝিম ধরা তারুণ্য জাগুক বিক্রমে-
ঘুণপোকা যতদূর করে গেলো জীবনের ক্ষতি
তুমুল যক্ষা ফুসফুসে লাগালো যতটা আঘাত
এসো কমরেড, শ্রম মেধা জড়ো করি, সাজাই বাগান
নিঃশ্বাসে তুলে নেই পূর্ণায়ুর অক্সিজেন-
---------------------------------------------
টুঙ্গিপাড়া,