এসো আরেকবার মুখোমুখি হই
অনিমেষ চেয়ে রই চপলা চঞ্চলা চোখে
আরেকবার সরীসৃপ হই
দু'চোখের তৃষ্ণার জলে ডুবি শোকে
এসো নির্মল হই ফাগুনের বনে আগুন ঝরাই
অমৃত খুঁজি এই আনন্দলোকে।


এসো দক্ষিনের বনে ওই দূর নদী বালুকার চরে
কাশফুলে তুলি ঝড়
আরেকবার এসো কিশোর কিশোরী বেশে
হোগলার বনে বাঁধি ভালোবাসাবাসি ঘর।


এসো জোয়ারের তোড়ে মাঠভরা জলে
গামছায় মাছ ধরি
জীবনের সেই অমৃত সময় যদি ফিরে পাই
যদি ফিরে পাই দিবস বিভাবরী।


এসো পাখি হয়ে যাই ভোরের বাতাসে
সুরের আবেশে গান গাই অগনন
এসো বকুল আর মল্লিকা বনে
রোমাঞ্চিত মনে মালা গাঁথি  দুইজন।
*****************************
টুঙ্গিপাড়া,২৬/১০/২০