দিন শেষ হলে রাতের আঁধার আসে
তবু তড়পায় তোমার দিনের আলো
হয়ত ভেবেছো কেটে যাবে দিন ভালো
কখনো ভেবেছো,থাকবে না কেউ পাশে?


জীবন এমন ভাবতেই যদি পারো
সব ভালো হয় ভালো'র অধিক আরো
তবু কেন ছোটো লোভের অধিক ছোটা
জীবন তো এক আলো আঁধারির ফোঁটা !


কবি বলেছেন," জীব প্রেমে যেই জন
কাটালো সময়, খোদা প্রেমে অনুক্ষণ
দূর করো যদি, মনের কলুষ যতো
শুকাবে তোমার সারা জীবনের ক্ষত।


এসো বন্ধু এসো, হাত ধরাধরি করে
পার হয়ে যাই  এই পৃথিবীর সিঁড়ি
শত বাঁধা ভুলে শত জনমটি ধরে
আলোকিত এক মানব জীবন গড়ি।
★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,