হে বন্ধু !
তুমি কোন দিন আসোনি এ তল্লাটে
মাঝে মধ্যে এখানে কষ্টের বৃষ্টি হয়
এখানে ফাগুনের আগুন খেলা করে
এখানে ভোজন রসিক ভিজে যায়
ভিজে যায় বেদনাহত হলে।


যদি আসো,
চুপি চুপি এসোনা কখনো
সদলবলে এসো
এসো সিঁড়ি পেরিয়ে সুখের
না হয় কিছুটা দুঃখ মেখে গায়
বকুলের তলে হেঁটে যেও
কাঁঠালের গন্ধে কিছুটা উতলা হয়ো।


জানো ?
শেওলায় ভরা পুকুরের ঘাট
শুকিয়ে উঠেছে তেঁতুলের মতো
যদি বলি এসো বসি, হাসি খেলি
এখানে কেউ কারো পর নয়
ভিজি দ্বৈরথে
বেদনার্ত  হই খানিকটা সময় ।


বন্ধু, এসো এ তল্লাটে
মেলে দিয়ে ডানা
হইনা কিছুটা কাছাকাছি
না হয় তুমি এলে একবার
বসে পাশাপাশি
কেবল চেয়ে চেয়ে দেখি
তোমার শত পুষ্পের হাসি।
*******************
টুঙ্গিপাড়া,১৭/০৫/২০২০