এটাই নিয়ম কেউ আসে কেউ যায়
কেউ জ্বলে ওঠে সূর্যের মতো
কেউ নেভে জীবনের সন্ধ্যায়
এরই মাঝে কত অহমিকা
কত স্বপ্নের বিচরণ
ভেতরের বিলাসী ভাবনায়।


এটাই নিয়ম দিন শেষে রাত, রাত শেষে দিন
কারো আয়েসি জীবন
কারো কান্নায় শোধরায় ঋণ
কেউ আকাশ হতে ভূতল
কেউ ভূতলেই গড়াগড়ি ভূতলে বিলীন।


এটাই নিয়ম জীবনতো আলো আর অন্ধকার
আজ তোমার কাল আমার
কেন যে হিংসের ছড়াছড়ি?
কেন যে বদল হলো না আজও
অনিয়মের বাড়াবাড়ি??