আহা! এই আমি এতো অচ্ছ্যুৎ? এতোটা?
অথচ আঁকলাম প্রশান্তির স্কেচে আঁজলা ভরা প্রেম
আয়ুস্মতি প্রত্ন বিকেল
দিলাম স্বপ্নভরা হৃদয়ের উচ্ছ্বাস,
উপার্জিত বিত্ত- বৈভব
অভিমান করেও কিছু তো রাখিনি হাতে
যৌবনের শুরুতেই তৈরী করে ফেলি অভাবের ভাস্কর্য--


শেষযাত্রার করুণ বাঁশির মতো বাজছে গোটা
ভাগ্যের আকাশ
স্বপ্নের আঙটি বদলের পর স্বপ্নও রয়েছে অধরা
আজ আমার অন্ধকার অসুস্থ সংসার।
তা বলে স্বজন বাতাস উড়িয়ে আসেনি কেউ
বলতে আসেনি কেউ
কোন এক সুগন্ধিত বিকেলের কথা
পোড় খাওয়া সময়কে ফেরাবার উৎসাহ কথা


আহা! এই আমি আজ এতোটা অচ্ছ্যুৎ? এতোটা?