ঘুম ছেঁড়ে আর উঠবো কিনা তাও ভাবিনি
আঁধার রাতে
ভাববে কিনা, হাসবে কিনা, কাঁদবে কিনা এমনতর গাইবে কিনা গানের পাখি তাও ভাবিনি
তাও ভাবিনি নগর বেলায় হাটুজলে স্নানের প্রহর
খামছি কাটে ঘরের দোরে করের খাতা
বাজনা তালে বেড়েই যাবে আগুন বাজার
রোজ উদরী কমছে না তো,কোত্থেকে তা জুটবে বলো, আগুন জ্বলে আগুন জ্বলে ফাগুন দেহে।


এও ভাবিনি সস্তা দামে বিকোয় যারা শ্রমের গাড়ি
এমন করে সোহাগ থেকে নিরুদ্দেশে
এমন করে অচ্ছুত হবে এই স্বদেশে, ওদেরও তো উদর আছে প্রতিজনে।
হায়রে সময়!  খাচ্ছে খাবে আর কতকাল
এও ভাবিনি জীবনটা যে সমান্তরাল
জীবনটা যে মোচড় দিয়ে যাচ্ছে বয়ে
ভয়ে ভয়ে ভীষণ ভয়ে
তাও ভাবিনি তাও ভাবিনি কখ্খনো না।


সত্যি যদি ভাবতে  হতো
এই পৃথিবীর অন্ধকারে বন্ধ ঘরে কাজহীনতায়, স্বাদহীনতায়, সুখহীনতায় বাঁচতে হবে
স্বজনহীনে, বন্ধুহীনে, প্রেমবিহনে থাকতে হবে
বলো, মানুষ বলা তাকে চলে ??

এখন থেকে তাইতো ভাবি, আমি কী আর মানুষ নাকি?
আমার ওপর সবটা চলে।
========================
টুঙ্গিপাড়া,