ফাগুন বাতাস তুই, ফেরালি সংগমের স্বাদ
ঘর ভরে দিলি তুই বহু মুখ সুখ দুঃখ আদর সোহাগ
খোপে ভরা কবুতর, গাছে গাছে কিশোলয় ভাঁজ
আরো দিলি চৈতি ফসল ভরা শ্রমের উঠোন
মধু ভরা মৌচাকে ভাসালি জোছনা জোয়ার।


ওই তো নদীর পাড়ে নাচে হিয়া বৃক্ষের ছায়ে
যদিবা ছেনালি রোদ জ্বেলে দেয় দাবদাহ প্রেম
তবু রাখালের বাঁশি পার হয় নদী।


রীতি মেনে তিথিগুনে বাহকের হাত গলে চিঠি
যদিবা ভরিয়ে দিতো সুখের আকাশ
একবুক আশা আর ভাব ভালোবাসা
ক্ষুধার আহারহীন মিলনের ক্ষণ
কত যে করেছে ক্ষত বুকের ভেতর !


হায় সেই অসুখের দিনগুলি ভুলে
পার হয়ে গেছি কত ঘোর অমানিশা কালো।


আবার ফাগুন সকাল আগুনের আঁচে
ফুলে ফলে সুঘ্রাণে বৃক্ষের ছায়ে
সুখ সখা হয়ে যদি বসা যেতো কখনো সফল
আহারে চাঁদের হলুদ রোদ প্রেমময় পৃথিবী আমার!
★★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,