প্রতিভা, আমি আর তোমার অবাধ্য হবোনা
আমি আর কলংকের দিকে যাবোনা কখনো
তুমি গুটিয়ে নাও তোমার কান্নার ঝাঁপি
দুঃখের অনল প্রবাহ
তোমার লালন করে রাখা দূরুহ চিন্তা ছেড়ে দাও


আমি আর অন্য ফুলের ঘ্রাণ নেবোনা
আমি আর নদীতে যাবোনা------
স্রোতস্বিনী নদীর বাঁকে বড় ভয় ; ফুলের মাঝে
কালো কুৎসিত ভ্রমরের চলাফেরা।


আমি আর  তোমার অবাধ্য হবোনা কখনো, oপ্রতিভা
ভেঙ্গে দাও অলীক স্বপন, নিয়ে যাও সাগর তটে
ফিরিয়ে দাও দু 'জনার সরীসৃপি সময়।


এখানে বড় ভয় ; নরসুন্দার জল শুকিয়ে আর্তের চিৎকার ফোঁটে
বড় ভয়, রাতের আকাশে বিদায়ী পক্ষের জোছনা ক্ষীণতর।


কলংকের দিকে আমি আর যাবোনা কখনো,প্রতিভা
হাত ধর, কাছে নাও, চলো যাই নিরালা কিশোর হয়ে
দূর দেশ-- দেশান্তরে
******************************