ভাবতে তো চাই দুঃখের দিন শেষ
শেষ হয়ে যাবে ভয় ধরা মহামারী
এমন ভাবনা সকলেই চায় বলে
চুপ করা ছাড়া আর কি উপায় বল
থামাও তোমার এমন ইচ্ছে সাধন
শৃঙ্খলা আনো জীবন মৃত্যু খেলায়।


গাছপালা নদী জল ভরা বাতাসের
অভাব হয়নি কখনো তো মানুষের
এখন ধরায় খুব বেশী দরকারি
সামান্য বায়ু টানবার নিঃশ্বাসের
মজুদ তোমার হয়নিকো খালি জানি
প্রভু! ফেরাও তোমার রুদ্র মূর্তিখানি।


ডাকবার বেলা কারেই বা ডাকি বলো
তুমি ছাড়া আর ডাকবার কেউ নেই
বাঁচবার চাই জীবনের সাধে বাঁচা
অকৃপণ দান করো হে প্রভু! সবার
কাটিয়ে দাও এই শঙ্কাটা আগামীর
ফেরাও আবার জীবনের কলতান।