যাও কই ? যেওনা দূর
তুমি আমার চৈতি রাতের সুর
তুমি আমার কুসুমবনে পালিয়ে থাকা
উদাসী দুপুর।


                ২


জীবন নদীর পার
তোমার জন্যে অথৈ জলে ডুবেছি বার বার।


                ৩


এখন আমি হলাম পর
তোমার জন্য জীবন আমার অকূল সন্ধ্যার
চাইব আমি তোমার জীবন হোক মধুময়                        
রজনীগন্ধার।


                ৪
  
পথ হারানো জন
সেই কি তোমার আপন?
তাকেই নিয়ে মোমের বাতি জ্বালাও সর্বক্ষণ
আছে কি তার আমার  মত মন?


                ৫


আমার বাড়ি রেখে প্রীতিভোজ
কোন অজানায় যাওরে তুমি রোজ
কিসের টানে কারে কর খোঁজ ?


                ৬


হায়রে অচিন পাখি !
তোরে কোথায় রাখি ?
তোরই জন্যে সারা জনম ঝরলো
আমার আঁখি।
*****************************
টুঙ্গিপাড়া,