ঘোর কাটছে না, হারানোর যে হারিয়েই গেলো
হলো না আর কবিতার হালখাতা
কতশত শব্দে মোহন বাক্যে উপমা উৎপ্রেক্ষা ছন্দ রূপক অন্ত্যমিলে এঁকেছিলাম ঋদ্ধ ছবি একখানা
একটিপে মুছে গেলো, ঘোর তাই কাটছে না


চৈত্রের দগদগে ঘা যদি টিপলেই মুছে যেতো
যদি ক্ষয়ে যেতো বেদনার চাঁই
যদি অভাবের সংসারে মুছে যেতো যাবতীয় চাওয়া
নিরন্ন বলতো এসে মুছে গেছে কষ্ট ক্ষুধার
এখন সুখের প্রহর
কতোই না ভালো হতো, কেটে যেতো ঘোর-


জীবনের রঙ মহল সাজাতে সাজাতে অলক্ষ্যে
দূত এসে হাজির হলে প্রস্থানের
কার আছে ক্ষমতা এতটুকু রুখবার ?
ওই তো প্রান্তিক বিকেলের পর সন্ধ্যার ঘনঘোর অন্ধকার, নিঃসীম শূন্যতা আর প্রস্থানের দারিদ্র্যতা-
আহা! একটিপে মুছতে যদি পারতাম!
আসতো যদি নতুন একটি ভোর, কেটে যেতো ঘোর!