ওই যে সারি সারি নারকেল গাছ! এখনো আমারে ডাকিয়া কয়, কতদিন আসো নাই এই ছায়াতলে
শীতল জলের স্বাদ নেও নাই কী অভিমানে?  এখনো তো ছায়া দেই, তৃষ্ণার জল দেই তোমার প্রিয়ায়!
কোন এক অভিমানে সুশীতল ছায়া ছেড়ে, আমের মঞ্জুরি, ফোটাফুল মটরশুটি পাড়াভরা খুনসুটি সব ফেলে কোথায় গিয়েছো চলে ? এখনো বারোমাসি  ফসলের হাসি দেখে হাসে তোমাদের বয়সী উঠোন।  পাড়াগাঁটা আলো করে তোমাদের দোচালায় ঝুলে থাকা ঝকমকা বাতি, সোনালুর বনে হাসে হলুদ পাখি। এখনো সেই আম জাম কতবেল তাল সুপারি কলা লিচু লেবুগুলি তাকায় সেরূপ। চাঁদ খেলে অপরূপ হেসে। সব আছে আগের মতন,আরো আরো গেছে বেড়ে রূপ অপরূপ। কেবল সে ই গেছে গহীনে মাটির!


০৪/০৫/২১