পাকা রাস্তার পাশে ঘাটকুল!! ঝকমকি রোদ শেষে পাটে বসা সূর্য সময়ে ফুটলে কাঁচা হাগুর গন্ধে সয়লাব--বকুল হলে দোষ কি হতো ?
পাড়ায় জোছনা এসে নদী হয়--হাসনেহেনা সাপের মতো তারেও করে যায় উথাল পাথাল। গায়ে মাখা জেসমিন সুবাস চুলে দেয়া ধুপগন্ধ তেল মনটারে উড়ায় আকাশ।


মধুমতি তীরে বসে রোজ ভাবি, কোন পথে তারে আনি
নদী নাকি সড়কে?  তার কাছে লিখি চিঠি বাঁধি গান


ঘরে ফেরা মেঘ শেষে তাকে দেই রেশম লতার প্রেম ঠোঁটের নরম ছোঁয়া, রাত্রির চৌকাঠে মেখে দেই দুর্জ্জয় দহন, পেলবতা সুখ।
বুকের চঞ্চলতায় কচলে দুহাত, বাজাই এস্রাজ।
বৃষ্টি যদি আসে আসুক
মেঘ জোছনায় ভেসে তো যাই.......