পুড়ে চলে নিষ্ঠার চাঁদ
গনগনে সূর্যের তাপে আদি অনন্ত, পৃথিবীও।
তবু জন্মায় গাছ, তৃণলতা, পশু পাখি
সাগর নদী জলে বিচরিত মৎস্যকুল
ক্ষুধা পিপাসা আর নিখাদ বাঁচার রসদ তোমার আমার। যেমন তুমি ছাড়া বাঁচি না আমি.... আমি ছাড়া তুমি।


হে চাঁদ! তুমি ঘুমাও কাহার কোলে !
জনম জনম ধরে ঠাঁই তোমার, ওই না আকাশ তলে
বুকেতে ধারণ করে আছে ব্যথা বিয়োগ বেদনা জনম


বুকের দখল হতে পারে অবারিত আকাশের খুব
চাঁদ তারা সূর্য বায়ু অথবা শতায়ু জীবন
তবে আমার মায়ের মতো তো নয়
মা আমার ধারণ করে আছে, সব পৃথিবীর সৃষ্টি হাসি কান্না দুঃখ সুখ ।
*************************
টুঙ্গিপাড়া,