সত্যিই হারিয়ে যাবো
তার আগে একবার যমপুরী দেখে নিতে চাই


দেখে যেতে চাই মায়াবীরা কোন রোদে স্নান সেরে প্রতিদিন হল্লায় গা ভাসিয়ে দেয়
কোন নদী বাহু পাশে বয়ে যায় ধীরে
কোন কবরখানায় জ্বলে উঠে কবরবাসীকে শীতলা করেছে সেই কবে
শ্মশানের শানবাঁধা মরাখাটে কার অস্থি ধরে বেহুলারা কেঁদে ফেরে নদীর মতন
কোন রাখালীর বাঁশের বাঁশিটি আজো ঘাটে পড়ে থাকে বেখেয়াল
নতুন চরের মতো জেগে ওঠে কার মন সাহসের হাট


একবার দেখে যেতে চাই
আমার শরীরে যদি নামে গাঢ় আঁধার
দৃষ্টির তেপান্তরে হু হু ধুলো উড়ে যায় নিঃশ্বাস ছায়ায়
বর্ষায় কাঁদলো মেঘ যারাছিল একান্ত কাছের
ওরা ছাড়া ছিল কিনা আপনার কেউ


দেখে যেতে চাই
নিঃশেষ হতে হতে বাদলের ধারাপাতে
রোপিত হয়েছে ঠিক আগামীর বীজ
হারিয়ে যাবার আগে মনমাঝে না হারানো স্বপ্ন জাগুক


হারিয়ে যাবো তার আগে দেখে যেতে চাই
মিঠেকড়া রোদের সোহাগ
যমদূত আমাকে দিও আরশের শীতল ছায়া
আর দিও শব্দ বাক্য নিয়ে বাঙলা বর্ণমালা
***************************
২৫-০৫-২১