সেদিন ছিল ব্যস্ততম দিন
ফাগুন ফোটা আগুন ছিল গায়
নদীর কাছে চোখের জলের ছায়া
হাত ইশারার মস্ত উঠোন পরে, একদিকে চাই আরেকদিকে তুমি-------------।


এই পৃথিবীর সকল ধুলোর পর
সকল মায়া সকল ভালোবাসা, তুনীর পরে চোখের ঈশারায়, বধ হয়েছো চাঁদমারীতে ঠিক
তারপরেও বাড়াচ্ছিলে দাম
অমন কেন শকুন্তলা প্রেম, এই ভুলে যাই এই আছি তো নাই।


জানো কিনা ! মন পবনের এমন দিনে
চুপ থাকা কতটা কঠিন, কতটা হিজল জলে চাওয়া
কতটা আবির রঙে নাওয়া, কতটা দুঃখ পেলে
পুস্প ফোটা ভোরে  মিনতির অশ্রু ঝরে পড়ে।


তারপরেও উঠে দাঁড়াই ফের


ফুলের বনে মউ পিয়াসীর সনে বাজিয়ে বাঁশী সকাল সমীরণে,গন্ধ নয়ত মনটা ছুঁয়ে যাও
উদাস দুপুর সামান্তরিকের মত
আলোর নাচন রোদের ছায়ায় ভরা
অম্ল মধুর তুফান চলা দেহে, হাকাও অসীম মন পবনের নাও।
নিশ্চয়ই এক হাতছানিটা কাছে, তোমার  আমার অদূর ভবিষ্যতে।
*****************************
টুঙ্গিপাড়া, ২১/৭/২০২০