মন ছোঁয়া একটি কবিতার চরণ লিখতে গিয়ে
কতরাত কেটে গিয়ে হয়েছিল ভোর
খাতার পাতার পরে জমেছিল শিশিরের ঘোর
ঝিঁঝিঁ পোকা দিয়েছিল স্বপনের ডাক
চাঁদকে ছুঁয়েছি বারবার, চাঁদের সে ভালোবাসা চিরকাল হৃদয়ের অতলেই জমা থাক


তবু কেন মন আজও কবিতার খোঁজ করে
কবিতাই নিয়ে গেছে প্রেম, দিয়ে গেছে দাহ অন্তরে
একটি চরণ
একটি চরণইতো নিয়েছিল কেড়ে দু'চোখের ঘুম
সেই থেকে তরী বেয়ে ছায়ার মায়ায় পড়ে ভাবলুম
দুঃস্বপ্নেরা নিয়েছিল ছুটি
জানিয়ে গেলো শব্দের খুঁটিনাটি
সেই হতে শব্দ বাক্য উপমার প্রান্তিক আলোয় চলি হেঁটে
যদি যায় আঁধার রাত্রি কেটে
কবিতার বুনন হবে জানি পৃথিবীর সেরা হাতছানি।
★★★★★★★★★★★★★★★★★★★★★★