কোন এক বন্ধু বলেছে
এভাবেই কি লিখতে থাকবেন মৃত্যুর কবিতা
এভাবেই কি বয়ে যাবে আপনার বেলা?
প্রতি উত্তর করতে পারিনি কোনো
শোক তবু বয়ে যায় বুকের ভেতর
নদীরা মেশেনা সাগরে আজকাল
চোখে চোখে সাঁতরায় আকাশের রংধনু।


প্রতিক্ষণ শুনে যাই চলে গেলো গাঁয়ের স্বজন
আজ ওই বন্ধু তো কাল কোন প্রিয়জন
আমিও হয়ত যাবো কোন এক ডাকে
এভাবেই হারাবে পথঘাট, ঠিকানায় হাঁটা
আমাদের চোখ।


চলে গেছে জন্মদাতা, হাজার পূর্বসূরি, তবু হয়নাই ফাঁকা কোন জনপদ, ছিলনা কখনো
চলছেই এ জীবন মৃত্যুর খেলা।


বন্ধুকে বলি--বন্ধু, চলছে আমাদের অবেলা।
★★★★★★★★★★★★★★★★★★★★★★